Present Tense Learn Through Bengali – Basic English Grammar

Present Tense Learn Through Bengali – Basic English Grammar

Contents

আজকে আমরা  Present Tense – সম্পর্কে খুব সহজভাবে এবং ভালভাবে জানবো এবং শিখবো যাতে Present Tense– নিয়ে আমাদের আর কোন ভুলভ্রান্তি না থাকে। কারণ Tense যদি আমরা পরিপূর্ণভাবে না জানতে পারি তাহলে আমরা Fluently বা নিখুঁতভাবে English এ কথা বলতে পারবোনা।

Present Indefinite Tense – সাধারণ বর্তমান কাল

বাংলা ব্যাককে ক্রিয়ার শেষে করি, কর, করে, যাই, যাও, যায়, পড়ি, পড়, পড়ে ইত্যাদি থাকিয়া বর্তমানে কোনো কাজ সম্পন্ন হওয়া বুঝায় সেটি  Present Indefinite Tense হয়। কিন্তু Subject বা কর্তা 3rd Person singular number হইলে Verb এর শেষে (s/es )যোগ করতে হয়।

Person ৩ প্রকার । যথা :

1st person- I, We – আমি, আমরা

2nd person- You, Your – তুমি, তোমরা

3rd person-He/ She/ It- তিনি/ সে/ ইহা বা এটি

 Note to be remembered অর্থাৎ যে বিষয়টি মনে রাখতে হবে আমি, আমরা, তুমি,তোমরা বাদে পৃথিবীর যা কিছু আছে সব কিছু 3rd person singular number.

Structure(গঠন) : (Subject বা কর্তা + main verb বা মূল ক্রিয়া (s/es)+ object বা অতিরিক্ত অংশ.)

Example:

আমি ক্রিকেট খেলি-

I play Cricket.

তুমি চা পান কর –

You drink tea.

সে প্রতিদিন স্কুলে যাই –

He/She goes to school regularly.

(Subject 3rd person হওয়াই verb এর শেষে es যুক্ত হয়েছে)

তারা/ তাহারা ইংরেজিতে কথা বলে –

They speak in English.

রহিম গান গাই –

Rahim sings song.

আমরা ইংরেজি শিখি –

We learn English.

বাংলাদেশের লোকজন ইংরেজি চর্চা করে-

The People of Bangladesh practice English.

আমাদের স্কুলের ছাত্রছাত্রী ইংরেজিতে কথা বলে –

The Students of our school speak in English.

বাংলাদেশের প্রাকৃতিক সুন্দরয সকলকে মুগ্ধ করে –

The Natural beauty of Bangladesh attract all.

বৃক্ষ আমাদের ছায়া দেয়-

Trees give us shade.

 

Present Continuous Tense – ঘটমান বর্তমান কাল

 

বাংলা বাক্যে ক্রিয়ার শেষে সাধু ভাষায় (তেছি, তেছ ,তেছে ) এবং চলতি ভাষায় (ছি, ছ, ছে) ইত্যাদি থাকিয়া বর্তমান কালে  কোনো কাজ চলিতেছে বা হইতেছে  এরূপ বুঝায় সেটি  Present Continuous Tense হয়।

Structure(গঠন):(Subject+ সাহায্যকারী verb am/is/are+ main verb+ing+ object বা অতিরিক্ত অংশ.)

 Note to be remembered- মনে রাখতে হবে যে,

I এর পর সাহায্যকারী  verb am বসে। You, We, They এবং Plural subject এর পর  সাহায্যকারী verb are বসে। He/ She/ It এবং অন্যসব 3rd person singular number এর শেষে সাহায্যকারী verb is বসে।

Example:

আমি ভাত খাইতেছি/ খাচ্ছি-

I am eating rice.

তুমি চিঠি লিখিতেছ / লিখছ –

You are writing letter.

সে ফুটবল খেলিতেছে/ খেলছে –

He/ She is playing football.

তারা/ তাহারা ইংরেজিতে কথা বলিতেছে/ বলছে –

They are speaking in English.

রহিম চা পান করিতেছে/ করছে –

Rahim is drinking tea.

আমরা খোশগল্প করিতেছি/ করছি –

We are gossiping.

আমার ভাই ইংরেজি শিখিতেছে/ শিখছে –

My brother is learning English.

আমার বাবা খবরপত্র পড়িতেছে / পরছে –

My father is reading newspaper.

আমার মা রান্না করিতেছে / করছে –

My mother is cooking.

আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত করিতেছে/ করছে –

Our prime minister is developing Bangladesh.

 

Present Perfect Tense – পুরাঘটিত বর্তমান কাল

বাংলা বাক্যে ক্রিয়ার শেষে সাধু ভাষায় (য়াছি, য়াছ, য়াছে ) এবং চলতি ভাষায় (ছি, ছ,ছে)ইত্যাদি থাকিয়া বর্তমানে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তাহার ফল এখনও বিদ্যমান রয়েছে এরূপ বোঝায় সেটি  Present Perfect Tense.

Structure ( গঠন ): Subject+ সাহায্যকারী verb have/ has+ main verb –এর p.p অর্থাৎ Past Participle form বসবে + Object বা বাকি অংশ বসবে।

Note to be remembered- মনে রাখতে হবে যে,

I,You, We, They এবং Plural subject এর পর  সাহায্যকারী verb have বসে। He/ She/ It এবং অন্যসব 3rd person singular number এর শেষে সাহায্যকারী verb has বসে।

Example:

আমি স্বপ্ন দেখিয়াছি/ দেখেছি – I have dreamt.

আমি ভাত ভাত খাইয়াছি/ খাইছি-  I have eaten rice.

তুমি চিঠি লিখিয়াছ / লিখেছ – You have written letter.

সে ফুটবল খেলিয়াছ/খেলেছ – He/ She has played football.

তারা/ তাহারা ইংরেজিতে কথা বলিয়াছে/ বলেছে – They have spoken in English.

রহিম চা পান করিয়াছে/করেছে – Rahim has drunk tea.

আমরা খোশগল্প করিয়াছি/ করেছি – We have gossiped.

আমার ভাই ইংরেজি শিখিয়াছে/ শিখেছে – My brother has learnt English.

আমার বাবা খবরপত্র পরিয়াছে/ পড়েছে – My father has read newspaper.

আমার মা রান্না করিয়াছে/ করেছে – My mother has cooked.

আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত করিয়াছে/করেছে – Our prime minister has developed Bangladesh.

 

Present Perfect Continuous Tense – পুরাটমান বর্তমান কাল

 

বাংলা বাক্যে ক্রিয়ার শেষে সাধু ভাষায় (তেছি, তেছ ,তেছে ) এবং চলতি ভাষায় (ছি, ছ, ছে) ইত্যাদি থাকিয়া বর্তমান কালে  কোনো কাজ চলিতেছে বা হইতেছে  এরূপ বুঝায় কিন্তু সময়ের পরিমাণ উল্লেখ থাকে সেটি  Present Perfect Continuous Tense হয়।

Structure (গঠন) : Subject+ সাহায্যকারী verb (have been/ has been)+ main verb+ ing+ Object বা বাকি অংশ + for+ Time বা সময় ।

Note to be remembered- মনে রাখতে হবে যে,

I,You, We, They এবং Plural subject এর পর  সাহায্যকারী verb have been বসে। He/ She/ It এবং অন্যসব 3rd person singular number এর শেষে সাহায্যকারী verb has been বসে।

Example:

আমি ১ ঘণ্টা যাবৎ ভাত খাইতেছি/ খাচ্ছি- I have been eating rice for an hour.

তুমি 2 ঘণ্টা যাবৎ চিঠি লিখিতেছ / লিখছ – You have been writing letter for 2 hours.

সে ১ ঘণ্টা যাবৎ ফুটবল খেলিতেছে/ খেলছে – He/ She has been playing football for an hour.

তারা/ তাহারা ১ ঘণ্টা যাবৎ ইংরেজিতে কথা বলিতেছে/ বলছে – They have been speaking in English for an hour.

রহিম ১ ঘণ্টা যাবৎ চা পান করিতেছে/ করছে – Rahim has been drinking tea for an hour.

আমরা ১ ঘণ্টা যাবৎ খোশগল্প করিতেছি/ করছি – We have been gossiping for an hour.

আমার ভাই ১ ঘণ্টা যাবৎ ইংরেজি শিখিতেছে/ শিখছে – My brother has been learning English for an hour.

আমার বাবা ১ ঘণ্টা যাবৎ খবরপত্র পড়িতেছে / পরছে – My father has been reading newspaper for an hour.

আমার মা ১ ঘণ্টা যাবৎ রান্না করিতেছে / করছে – My mother has been cooking for an hour.

আমাদের প্রধানমন্ত্রী ১ ঘণ্টা যাবৎ বাংলাদেশকে উন্নত করিতেছে/ করছে – Our prime minister has been developing Bangladesh for an hour.

 

Share On Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *