Past Tense Learn Through Bengali – Basic English Grammar

Past Tense Learn Through Bengali – Basic English Grammar

Contents

আজকে আমরা Past Tense – সম্পর্কে খুব সহজভাবে এবং ভালভাবে জানবো এবং শিখবো যাতে Tense – নিয়ে আমাদের আর কোন ভুলভ্রান্তি না থাকে। কারণ Tense যদি আমরা পরিপূর্ণভাবে না জানতে পারি তাহলে আমরা Fluently বা নিখুঁতভাবে English এ কথা বলতে পারবোনা। তাহলে চলুন Past Tense সম্পর্কে শিখে নেওয়া যাক।

Past lndefinite Tense – সাধারণ অতীত কাল

Past lndefinite Tense: অতীতকালে কোন কাজ সম্পন্ন হয়েছিল বা অতীতকালের কোন অভ্যাস বোঝালে তাকে verb এর Past Indefinite tense বলে।

(Past lndefinite Tense denotes an action completed in the past time or a past habit.)

বাংলা চেনার উপায় : বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল লে লাম ত তে তাম ছিলাম ছিল ছিলে ছিলেন ইত্যাদি থাকিয়া অতীতকালে কোন কাজ সম্পূর্ণ হইয়াছিল বা হয়েছিল এরূপ বোঝালে Past Indefinite Tense হয় ।

Example:

আমিএকটি চিঠি লিখলাম-

I wrote a letter.

সে ইংরেজিতে কথা বলেছিল-

He spoke in English.

তুমি বইটি কিনেছিলে-

You bought the book.

 

গঠন প্রণালী : প্রথমে সাবজেক্ট বসবে। তারপর verb-এর Past form বুঝবে। +Extension (অতিরিক্ত অংশ বসবে)।অর্থাৎ Structure টা হবে নিম্নরূপ :

Subject বা কর্তা + Verb এর Past form+ Extension (অতিরিক্ত অংশ)

Example:

ট্রেনটি স্টেশন ছেড়ে গেল –

The train left the station.

মেয়েটি একটি গান গাইলো –

The girl sang a song.

সূর্য অস্ত গেল –

The sun set.

চোরটি দৌড়ে পালালো –

The thief ran away.

খেলাটি শুরু হল –

It started the game.

Note: past indefinite tense এর Auxiliary verb বা সাহায্যকারী verb did তবে Past Indefinite Tense এর Affirmative form এ Auxiliary verb বসে না কিন্তু যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যবহৃত হয়।

Example:

He completed his graduation.

He was a talented student.

I was serious with my studies.

Mr. Rahim had a mango orchard.

 

Past Continuous Tense – ঘটমান অতীত কাল

অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল বা হচ্ছিল এরূপ বোঝালে তাকে verb-এর Past Continuous tense বলে।

(Past Continuous tense denotes an action that was continuing for sometime in the past.)

Example:

ছেলেটি দৌড়াচ্ছিল –

The boy was running.

তুমি একটি বোঝা বহন করেছিলে –

You were carrying a load.

আমরা বিষয়টি আলোচনা করছিলাম-

We were discussing the matter.

সে ইংরেজী শিখছিল –

He or She was learning English.

তারা ইংরেজিতে কথা বলছিল –

They were speaking in English.

রহিম একটি কবিতা আবৃত্তি করছিল –

Rahim was reciting a poem

বালকেরা মাঠে ক্রিকেট খেলছিল –

The boys were playing cricket in the field.

 

বাংলা চেনার উপায় : বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল,তেছিলে,তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলাম, চ্ছিলেন,ছিল, ছিলাম, ছিলেন ইত্যাদি থাকিয়া অতীতকালে কোন কাজ চলিতেছিল বা হইতেছিল এরূপ বোঝালে Past Continuous tense হয়।

 গঠন প্রণালী : শুরুতেই subject বা কর্তা বসবে। sub এর number ও person অনুযায়ী auxiliary verb বা সাহায্যকারী verb was/ were বসে। Verb এর সাথে ing যোগ করতে হবে। সবশেষে object বা অতিরিক্ত অংশ বসবে।

অর্থাৎ structure টি হবে নিম্নরূপ :

Structure: Subject + was/ were+ মূল verb এর সাথে ing যোগ + object (অতিরিক্ত অংশ)।

Example :

আমি একটি সুন্দর স্বপ্ন দেখছিলাম –

I was dreaming a sweet dream.

আমরা ক্রিকেট ম্যাচটি উপভোগ করছিলাম –

We were enjoying the cricket match.

শিশুটি চিৎকার করে কাঁদছিলো-

The baby was crying loudly.

তুমি চা পান করছিলে –

You were drinking tea.

সাথী ইংরেজিতে কথা বলছিল –

Sathi was speaking in English.

সে একটি কবিতা লিখছিল –

He/ She was writing a poem.

তারা অংক করছিল-

They were doing the sum.

আমি পুকুরে সাঁতার কাটছিলাম –

I was swimming in the pond.

তারা সমস্যাটির সমাধান করছিল –

They were solving the problem.

 Note: First person singular number ও Third person singular number অর্থাৎ I এবং he, she, it, any Name এরপরে was বসে, অবশিষ্ট সবক্ষেত্রে were বসে।

 

Past Perfect Tense : পুরাঘটিত অতীত  কাল

অতীতকালে সম্পন্ন দুটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হয়েছিল সেটি Past Perfect Tense হয় পরে সম্পূর্ণ কাজটি Past Indefinite Tense হয়।

(Past Perfect Tense denotes two actions completed in the past but one action occurs earlier which is called Past Perfect and the action that occurs later is termed as Past Indefinite.)

Example:

আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল –

The train had left before we reached the station.

ক্লাস শুরু হবার পূর্বেই আমরা স্কুলে পৌঁছেছিলাম –

We had reached the school before the class began.

বাংলা চেনার উপায় : পূর্বে সম্পন্ন কাজটির বাংলা ক্রিয়ার শেষে ল,লে,লাম,লেন,ত,তে,তাম,তেন,ছিল,ছিলে,ছিলেন,ছিলাম ইত্যাদি যুক্ত থাকে।

 গঠন প্রণালী : শুরুতেই Subject বা কর্তা বসে। তারপর Auxiliary verb হিসাবে had বসে। অর্থাৎ structure টি হবে নিম্নরূপ:

Structure: Subject + সাহায্যকারী Verb had + মূল verb এর past participle form বসে।

Example:

ঘন্টা পড়ার পূর্বেই আমি লেখা শেষ করলাম –

I had finished writing before the bell Rang.

খেলা শুরু হবার পূর্বেই আমরা মাঠে পৌছালাম –

We had reached the field before the game started.

Note: past perfect tense এ দুটি অংশ before বা after দ্বারা যুক্ত থাকলে before এর পূর্বের এবং after এর

পরের অংশ past perfect tense হয় এবং অন্যটিতে past indefinite tense হয়। অর্থাৎ

Past perfect tense+ before+ past indefinite tense.

Or, Past indefinite tense+ after+ past perfect tense.

Example :

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল –

The patient had died before the doctor came.

ডাক্তার আসার পর রোগীটি মারা গেল –

The patient died after the Doctor had come.

 

Past perfect continuous tense: পুরাঘটমান অতীত কাল

 অতীতকালে কোন কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলছিল এরূপ বোঝালে তাকে Past perfect continuous tense বলে।

(Past perfect continuous tense denotes an action that began before a certain point of time in the past and continued upto that time.)

 Note: দুটি ক্রিয়া সম্পন্ন হলে যে কাজটি পূর্বা চলছিল সেটি Past perfect tense.

Example:

আমি 2 ঘন্টা ধরে হাঁটছিলাম –

I had been walking for two hours.

তারা পাঁচ বছর ধরে ঢাকায় বাস করছিল –

They had been living in Dhaka for five years.

 বাংলা চেনার উপায় : বাংলা বাক্যে ক্রিয়ার   শেষে  তেছিলাম,তেছিল,তেছিলে,তেছিলেন,চ্ছিল,চ্ছিলে,চ্ছিলেন,চ্ছিলাম ইত্যাদি থাকিয়া অতীতকালে কোন কাজ চলিতেছিল বা হইতেছিল এরূপ বোঝায় এবং সময়ের পরিমাণ উল্লেখ থাকে সেটি Past perfect continuous tense হয়।

 গঠন প্রণালী : শুরুতেই subject বা কর্তা বসে। তারপর auxiliary verb বা সাহায্যকারী verb হিসাবে had been বসে। তারপর verb এর সাথে ing যোগ করতে হয়। Object বা অতিরিক্ত অংশ বসে। অর্থাৎ structure টি হবে নিম্নরূপ :

Structure: Subject +had been + verb এর সাথে ing যোগ+ object বা অতিরিক্ত অংশ।

Example :

আমি বিশ মিনিট ধরে তার জন্য অপেক্ষা করছিলাম –

I had been waiting for him for twenty minutes.

ক্লাস শুরু হবার পূর্বে আমরা ক্রিকেট খেলছিলাম –

We had been playing cricket before the class began.

তুমি যখন বাজারে গেলে তখন সে বই পড়ছিল-

He had been reading a book when you went to market.

তুমি যখন বই পড়ছিলে তখন আমি একটি মুভি দেখছিলাম –

I had been watching a movie when you read book.

তিনি দুই বছর ধরে একটি চাকরি পাবার চেষ্টা করছিল-

He had been trying to get a job for two years.

 

Share On Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *