Parts of Speech in Bengali – English Grammar

Parts of Speech in Bengali – English Grammar

Contents

Parts Of Speech

এক বা একাধিক Word এর সমন্বয়ে ইংরেজি ভাষায় Sentense তৈরি হয়। একটি Word দিয়েই তৈরি হোক আর একাধিক word দিয়েই তৈরি হোক Sentense এ ব্যবহৃত প্রতিটি Word ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। কোন Word  ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কোন Word এর পরিবর্তে বসে কোন word আবার ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে, কোন word দ্বারা কাজ করা বোঝায়, কোন word আবার অন্য word গুলোকে সংযুক্ত করে। Sentense এ ব্যবহৃত এসব Word গুলোকে তাদের ব্যবহারের ভিত্তিতে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দ গুলোকে Parts Of Speech  বলে।

নিচের Sentense গুলো লক্ষ্য করুন –

Mina reads in class 8. She is a good girl. She sings sweetly. She goes to school everyday. She is beautiful and intelligent. One day she saw a Bird. She said,”Ah! What nice bird it is”!

উপরের বাক্যগুলোতে  Mina, girl, school,bird শব্দগুলো কোনো-না-কোনো নাম বোঝায় (noun)। She শব্দগুলো Mina এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে ( pronoun ) । good, nice, beautiful, intelligent শব্দগুলো Mina, girl ও bird এর গুণ প্রকাশ করেছে ( adjective ) এবং read, sing, go, see এই শব্দগুলি দ্বারা কি হয়েছে বা ঘটেছে তা বোঝায় (Verb)। sweetly শব্দটি Verb এর অবস্থা প্রকাশ করেছে (adverb) আবার to, school এর পূর্বে বসে অন্য word এর সাথে School এর সম্পর্ক বোঝাচ্ছে (preposition)। and beautiful  ও intelligent এর মাঝে বসে দুটি শব্দ কে সংযুক্ত করেছে (conjunction)। Oh শব্দটি মনের আবেগ ও আনন্দ প্রকাশ করেছে (interjection)।বিভিন্ন ভাবে ব্যবহৃত এসব শব্দগুলোই Parts of Speech.

অতএব, বিভিন্ন শ্রেণীর শব্দ গুলোকে যখন sentence-এ তাদের বিশেষ বিশেষ কাজ অনুসারে ভাগ করা হয় তখন তাদেরকে Parts of Speech বলে।

The different kinds of words which are divided according to their functions in a sentence are called Parts of Speech.

Classification of Parts of Speech ইংরেজি Parts of Speech কে আট ভাগে ভাগ করা হয়েছে-

  1. Noun (বিশেষ্য)

  2. Pronoun (সর্বনাম)

  3. Adjective (বিশেষণ)

  4. Verb (ক্রিয়া)

  5. Adverb (ক্রিয়া / ভাব বিশেষণ)

  6. Preposition (পদান্বয়ী অব্যয়)

  7. Conjunction (সমুচ্চয়ী বা সংযোজক অব্যয়)

  8. Interjection (অন্বয়ী বা আবেগসূচক অব্যয়)

1. Noun (বিশেষ্য): সাধারণভাবে যে কোনো নামবাচক পদকেই Noun বলে। যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, পদার্থের অবস্থা, ব্যক্তি বা বস্তুর সমষ্টির নাম বোঝায় তাকে Noun বলে।

Generally A noun is a naming word. A noun is also a word used as the name of person place or things.

Example:

Rahim reads a newspaper.

Health is wealth.

Bangladesh is a beautiful country.

Mukta is a good girl.

2. Pronoun (সর্বনাম): Pro শব্দের অর্থ হলো সমতুল্য। Pronoun অর্থ হলো Noun এর সমতুল্য। Sentence এ একই noun বার বার ব্যবহার করলে তা শ্রুতিমধুর হয় না। তাই sentence শ্রুতিমধুর করার জন্য noun এর পরিবর্তে Pronoun ব্যবহার করা হয়।

Example:

Rahim is a good boy.

Rahim goes to school everyday.

Rahim gets up early in the morning.

Rahim plays football in the afternoon.

বাক্য গুলো এভাবে না লিখে ; নিম্নোক্তভাবে লিখলে অনেক বেশি শ্রুতি মধুর হয়।

Rahim is a good boy.

He goes to school everyday.

He gets up early in the morning.

He plays football in the afternoon.

এইসব বাক্যে He শব্দটি Rahim (noun) এর পরিবর্তে বসেছে। সুতরাং He, Pronoun.

অর্থাৎ Noun এর পরিবর্তে যে Word ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।

A word used instead of a noun is called a Pronoun.

Example:

I am a boy.

You are a girl.

He is my friend.

She loves me very much.

3. Adjective (বিশেষণ): নিচের Sentence গুলো লক্ষ্য করুন –

Sumon is a good boy.

They have a red cow.

He has much money.

You are a bad boy.

এখানে good, red, much, bad শব্দগুলো Sumon, They, He, You (Noun ও Pronoun ) এর দোষ,  গুণ,  অবস্থা, সংখ্যা প্রভৃতি বোঝাচ্ছে তাই এগুলোকে Adjective বলে।

অর্থাৎ যেসব world দ্বারা Noun অথবা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective বলে।

A word used for qualifying a noun or pronoun is called an Adjective.

4. Verb (ক্রিয়া): Sentence এর মধ্যে যেসব word দ্বারা হওয়া, থাকা বা কোন কাজ করা বোঝায় তাদেরকে Verb বলে।

A word which denotes in a sentence ‘being’  ‘having’ or ‘doing an action’ in any form is called a Verb.

Example:

Honesty is the best policy.

The boy goes to school.

I have a nice pen.

She looks very beautiful.

5. Adverb (ক্রিয়া / ভাব বিশেষণ): যে word দ্বারা Noun বা Pronoun বাদে অন্যান্য Parts of Speech এর বিশেষত্ব প্রকাশ পায় তাকে Adverb বলে।

An adverb is a word used to add something to the meaning of an adjective, a verb or another Adverb.

Example:

The man walks slowly.

Rina is a very beautiful girl.

She will come soon.

6. Preposition (পদান্বয়ী অব্যয়): যে word Noun বা Pronoun এর পূর্বে বসে sentence – এর অন্য কোন word এর সাথে সেই Noun বা Pronoun- এর সম্বন্ধ স্থাপন করে তাকে Preposition বলে।

A preposition is a word that, coming before a noun or a pronoun indicates the relation of other words used in a sentence.

Example:

He sent the letter to me.

The cat is fond of milk.

I go to college.

7. Conjunction (সমুচ্চয়ী / সংযোজক অব্যয়): যে word দ্বারা দুটো কিংবা তার বেশি word, word- group বা sentence কে যোগ করে তাকে Conjunction বলে।

A Conjunction is a word that connects one or more words in a sentence.

Example:

Wait here till I return.

She or her sister did it.

She is slow but she is sure.

8. Interjection (অন্বয়ী/ আবেগসূচক অব্যয়): যে word দ্বারা আনন্দ, দুঃখ, বিষাদ, ভয় ইত্যাদি প্রকাশ পায় তাকে Interjection বলে।

An Interjection is a word expressing a strong feeling.

Example:

Alas!  She is dead.

Hurrah! We have won the game.

Oh! What a nice bird it is?

Share On Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *