Tense Learn Through Bengali – Basic English Grammar

Tense Learn Through Bengali – Basic English Grammar

Contents

Dear Learners and Viewers  আজকে আমরা  tense – কাল/ সময় – সম্পর্কে খুব সহজভাবে এবং ভালভাবে জানবো এবং শিখবো যাতে Tense – নিয়ে আমাদের আর কোন ভুলভ্রান্তি না থাকে। কারণ Tense যদি আমরা পরিপূর্ণভাবে না জানতে পারি তাহলে আমরা Fluently বা নিখুঁতভাবে English এ কথা বলতে পারবোনা। Because “ Tense is called the mother of English Language.” – কারণ Tense – কে ইংরেজি ভাষার জননী বলা হয়। তাহলে চলুন Tense – সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

Tense – কাল/ সময়

Tense (কাল/ সময়): ক্রিয়া সম্পন্ন হইবার কালকে ইংরেজিতে Tense বলে। Tense প্রধানত ৩ প্রকার।যেমন-

Present Tense – বর্তমান কাল – আমি বই পরি- I read book.

Past Tense – অতীত কাল – আমি ভাত খেলাম  –  I ate rice.

Future Tense – ভবিষ্যৎ কাল – আমি বই পরবো-  I shall read book.

উপোরক্ত প্রত্যেকটা  Tense – কে আবার  4 ভাগে ভাগ করা যায়। যেমন-

Indefinite Tense – সাধারণ কাল

Continuous Tense – ঘটমান কাল

Perfect Tense – পুরাঘটিত কাল

Perfect Continuous Tense – পুরাঘটমান কাল

Learn More about all Tense Perfectly.

Share On Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *