Future Tense Learn Through Bengali – Basic English Grammar

Future Tense Learn Through Bengali – Basic English Grammar

Contents

আজ আমরা Future Tense সম্পর্কে জানবো এবং শিখবো। পূর্বে  আমরা Present Tense এবং Past Tense নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি মিস করে থাকেন তাহলে একবার দেখে নিন কারণ ইংরেজিতে ভালো করতে হলে Tense step by step জানতে হবে।

Future Tense – ভবিষ্যৎ কাল

যে কাজ পরে বা ভবিষ্যতে ঘটবে বুঝায় তাঁর কালকে Future Tense বলে।

Future Tense চার প্রকার। যথাঃ
1.Future Indefinite Tense – সাধারন ভবিষ্যৎ কাল
2.Future Continuous Tense – ঘটমান ভবিষ্যৎ কাল
3.Future Perfect Tense – পুরাঘটিত ভবিষ্যৎ কাল
4.Future Perfect Continuous Tense – পুরা ঘটমান ভবিষ্যৎ কাল

Future Indefinite Tense – সাধারন ভবিষ্যৎ কাল

ভবিষ্যৎকালে কোন কাজ সম্পন্ন হবে এরূপ বোঝালে তাকে Future Indefinite Tense বলে।
(Future Indefinite Tense denotes an action that will be done or will be happen in future.)
বাংলা চেনার উপায়ঃ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে  ব, বে, বেন, বা, বি, ইব, ইবে, ইবা, ইবেন  ইত্যাদি থাকিয়া ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝাবে সেটি Future Indefinite Tense হয়।

যেমনঃ Such as:

আমি ইংরেজি শিখব। – I shall learn English.

তারা ইংরেজিতে কথা্ বলবে। – They will speak in English.

ইত্যাদি…..

গঠন প্রণালি: শুরুতেই Subject বসবে।Auxiliary Verb বা সাহায্যকারী verb হিসেবে Subject-এর পর person ও number অনুসারে shall / will বসে এবং মূল verb-এর present form ব্যবহূত হয়। Object বা অতিরিক্ত অংশ বসে।

Structure: Subject + shall/will + main verbObject বা অতিরিক্ত অংশ।

Example:

আমি চা পান করিব- I will/shall drink tea.
তুমি কাজটি করিবে- You will do the work.
তারা বিদ্যালয়ে যাবে- They will go to the school.
সে ক্রিকেট খেলবে- He will play cricket.
তারা ইংরেজি শিখবে – They will learn English.

আমরা খেলাটি উপভোগ করবো- We will enjoy the game.

আমি তাকে সাহায্য করবো- I shall help him.

সাধারনত written English এর ক্ষেত্রে 1st person (I, We) এর পর shall বসে এবং Spoken English এর ক্ষেত্রে সব জায়গায় will ব্যাবহার করা যায়। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে।

Future Continuous Tense – ঘটমান ভবিষ্যৎ কাল

Future Continuous Tense: ভবিষ্যৎ কালে কোনো কাজ চলিতে থাকবে এরূপ বোঝালে Future Continuous Tense হয়।

(Future Continuous Tense denotes an action that will be going on in the future.)

বাংলা চেনার উপায়ঃ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকবা,তে থাকিবেন ইত্যাদি থাকিয়া ভবিষ্যৎ কালে কোন কাজ চলিতে থাকিবে বা হইতে থাকিবে এরূপ বোঝাই সেটি Future Continuous Tense হয়।

গঠন প্রণালি: শুরুতেই Subject বসবে।Auxiliary Verb বা সাহায্যকারী verb হিসেবে Subject-এর পর person ও number অনুসারে shall be/ will be বসে এবং মূল verb-এর সাথে ing যোগ করতে হয়। Object বা অতিরিক্ত অংশ বসে।

Structure: Subject বা কর্তা+সাহায্যকারী verb shall be/will be + main verb + ing + Object বা অতিরিক্ত অংশ।

Example:

রহিম বইটি পড়িতে থাকিব – Rahim will be reading the book.
আমি কবিতাটি লিখতে থাকিব- I shall be writing the poem.
তারা গান গাইতে থাকিবে- They will be singing a song.
সে ইংরেজি শিখতে থাকিবে- He will be learning English.
তুমি/ তোমরা ইংরেজিতে কথা বলিতে থাকিবে- They will be speaking in English.
তিনি ঢাকা যাইতে থাকিবেন- He will be going to Dhaka.
আমি তাদেরকে শিক্ষা দিতে থাকিব – I shall be teaching them.

Future Perfect Tense – পুরাঘটিত ভবিষ্যৎ কাল

ভবিষ্যৎকালে দুটি কাজ সম্পন্ন হবে এরূপ বোঝালে তাদের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সম্পূর্ণ কাজটি Future Perfect Tense  হবে। পরে সম্পন্ন কাজটি Present Indefinite Tense হবে। অথবা  ভবিষ্যৎকালে কোন কাজ সম্পন্ন হয়ে থাকবে  এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়।

(Future Perfect Tense expresses that an action will be completed by a certain time in future.)

বাংলা চেনার উপায়ঃ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবে, য়া থাকবা, য়া থাকিবেন ইত্যাদি থাকিয়া ভবিষ্যৎ কালে কোন কাজ চলিয়া থাকিবে বা হইয়া থাকিবে এরূপ বোঝাই সেটি Future Perfect Tense  হয়।

গঠন প্রণালি: শুরুতেই Subject বসবে।Auxiliary Verb বা সাহায্যকারী verb হিসেবে Subject-এর পর person ও number অনুসারে shall have/ will have বসে এবং মূল verb-এর Past Participle form বসে। Object বা অতিরিক্ত অংশ বসে।

Structure: Subject বা কর্তা+সাহায্যকারী verb shall have/ will have + main verb এর Past Participle form + Object বা অতিরিক্ত অংশ।

Example:

রহিম স্কুলে যাইবার পূর্বেই তার অধ্যয়ন শেষ করিয়া থাকিবে –
Rahim will have learnt his lessons before he goes to school.

তারা যাবার পূর্বেই আমি বিষয়টি আলোচনা করিয়া থাকিব –
I shall have discussed the matter before they go.

দশ দিনের মধ্যে সে ফলাফল পেয়ে থাকবে-
He will have got the result within ten days.

তুমি আসার পূর্বে আমি পড়া শেষ করিব –
I shall have finished my lesson before you come.

এই সময়ের মধ্যেই সে বইটি পড়িয়া থাকিবে –
He will have read the book by this time.

 

Future Perfect Continuous Tense – পুরাঘটমান ভবিষ্যৎ কাল

ভবিষ্যৎকালে কোন কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝালে Future Perfect Continuous Tense  হয়। আবার ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বোঝালে Future Perfect Continuous Tense  হয়। যে কাজ পরে সম্পন্ন হবে সেটি Present Indefinite Tense হয়।

(Future Perfect Continuous Tense denotes an action that will be continuing or going on for a certain period of time in future.)

বাংলা চেনার উপায়ঃ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকবা,তে থাকিবেন ইত্যাদি থাকিয়া ভবিষ্যৎ কালে কোন কাজ চলিতে থাকিবে বা হইতে থাকিবে এরূপ বোঝাই কিন্তু সময়ের পরিমাণ উল্লেখ থাকে সেটি Future Continuous Tense হয়।

গঠন প্রণালি: শুরুতেই Subject বসবে।Auxiliary Verb বা সাহায্যকারী verb হিসেবে Subject-এর পর person ও number অনুসারে shall have been / will have been বসে এবং মূল verb-এর সাথে ing যোগ করতে হয়। Object বা অতিরিক্ত অংশ বসে।

Structure: Subject বা কর্তা+সাহায্যকারী verb shall have been / will have been + main verb + ing + Object বা অতিরিক্ত অংশ।

Example:

আমি দুঘণ্টা যাবৎ ইংরেজিতে কথা বলিতে থাকিব –
I shall have been speaking in English for two hours.

রহিম দুঘণ্টা যাবৎ ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে থাকিবে –
Rahim will have been teaching the students for two hours.

তারা দুই বছর যাবৎ এই স্কুলে পড়িতে থাকিবে-
They will have been studying in this school for two years.

বাবা আসার পূর্বেই রানী রান্না করিতে থাকিবে –
Rani will have been cooking before father comes.

তারা আসার পূর্বেই সে তার জামাকাপড় পরিষ্কার করিয়া থাকিবে-
He will have been cleaning his clothes before they come.

সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আমরা কাজটি শেষ করিতে থাকিব-
We will have been finishing the work before the sun set.

 

বাংলায় খুব সহজে Tense শিখে রাখুন

Share On Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *