Are you looking to improve your English communication skills while staying rooted in your Bangla language background? Look no further! In this article, we’ve compiled the 100 most used Bangla to English conversation phrases to help you navigate everyday situations with ease. Whether you’re a student, a professional, or someone who simply wants to enhance their language skills, these practical conversations will be your go-to guide.
Bangla to English conversation is essential for anyone bridging the gap between these two languages. From greetings and introductions to shopping, travel, and workplace interactions, mastering these phrases will boost your confidence and fluency. Each example is designed to reflect real-life scenarios, making it easier for you to practice and apply them in your daily life.
In this list, you’ll find simple yet effective Bangla to English conversation examples that cover a wide range of topics. Whether you’re asking for directions, ordering food, or making small talk, these phrases will help you communicate effectively. By the end of this article, you’ll have a solid foundation in Bangla to English conversation that you can use in any situation.
Stay tuned as we dive into the 100 most used Bangla to English conversation examples, complete with explanations and tips to help you master them. Let’s get started on your journey to becoming a confident English speaker while staying connected to your Bangla roots!
100 Most Used Bangla To English Conversation
Conversations: 01
কী সর্বনাশ!
What a disaster!
একি!
My goodness!
কী ভাগ্য!
What a luck!
আর কোন কিন্তু নয়!
No more buts!
একটু ও না।
Not a bit.
একটু বুঝার চেষ্টা করো!
Oh! Come on.
আমার পক্ষ থেকে।
On my part.
মনযোগ দিন।
Pay attention.
সত্যিই আনন্দিত।
Really pleased.
এই পর্যন্ত সবই ভাল।
So far so good.
Conversations: 02
আমি কাজটি করি।
I do the work.
আমি কাজটি করেছিলাম।
I did the work.
আমি কাজটি করব।
I will do the work.
আমি কাজটি করতেছি।
I am doing the work.
আমি কাজটি করতেছিলাম।
I was doing the work.
আমি কাজটি করতে থাকব।
I will be doing the work.
আমি কাজটি করেছি।
I have done the work.
আমি কাজটি করেছিলাম।
I had done the work.
তোমার কাজটি করা উচিত।
You should do the work.
আমি কাজটি করতে পারি।
I can do the work.
Conversations: 03
চলো বাড়ি যাই।
Let’s go home.
এখানে থুতু ফেলো না।
Don’t spit here.
তুমি কোথায় থাকো?
Where do you live?
তুমি কি চাইছো?
What do you want?
তেল জলে ভাসে।
Oil floats on water.
আমরা আগামীকাল যাব।
We will go tomorrow.
তুমি ভিতরে আসতে পারো।
You may come in.
শীঘ্রই দেখা হবে।
See you soon.
দয়া করে আবার এসো।
Please come again.
আমাকে দেখতে দাও।
Let me have a look.
Conversations: 04
তোমার নাম কী?
What’s your name?
তোমার ডাক নাম কী?
What’s your nick name?
তোমার পদবী কী?
What’s your sur name?
তোমার পারিবারিক নাম কী?
What’s your family name?
তোমার সম্পূর্ণ নাম কী?
What’s your full name?
তোমার বয়স কত?
How old are you?
তোমার জন্মদিন কবে?
When is your birthday?
তোমার উচ্চতা কত?
What’s your height?
তোমার শখ কী?
What’s your hobby?
তোমার ঠিকানা কী?
What’s your address?
Conversations: 05
আমি পরিস্থিতি সামাল দিতে পারি।
I can handle the situation.
আপনার সাথে দেখা হওয়াতে খুব খুশি হলাম, স্যার।
So glad to meet you, Sir.
আপনার সাথে দেখা হয়েও ভালো লাগলো।
Good to meet you too.
আপনি কিসে সবচেয়ে ভালো?
What are you best at?
আপনি কিসে ভালো না?
What are not you good at?
আপনার দুর্বলতাগুলো কি?
What are your weaknesses?
আপনার স্বল্পস্থায়ী লক্ষ্যগুলো কি?
What are your short-term goals?
আপনার দীর্ঘস্থায়ী লক্ষ্যগুলো কি?
What are your long term goals?
এখন থেকে পাঁচ বছর পর তুমি কি করতে চাও?
What do you want to be doing five years from now?
আপনার কাছে সফলতার সংজ্ঞা কি?
What does success mean to you?
Conversations: 06
তুমি কোথা থেকে এসেছো?
Where are you from?
তোমার জেলা কোনটি?
What’s your district?
তোমার প্রিয় খাবার কি?
What’s your favourite food?
তুমি কার সাথে থাকো?
Who do you live with?
তুমি কোথায় পড়াশোনা কর?
Where do you study?
তুমি কোথায় পড়াশোনা করেছিলে?
Where did you study?
তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে?
Where were you born?
তোমার ফোন নাম্বার কত?
What’s your phone number?
তোমার ইমেইল এড্রেস কি?
What’s your mail address?
তুমি কী হতে চাও?
What do you want to be?
Conversations: 07
প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি।
Necessity is the mother of invention.
যত গর্জে তত বর্ষে না।
Barking dogs seldom bite.
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
While there is life there is hope.
এক মাঘে শীত যায় না।
One swallow doesn’t make a summer.
টাকায় টাকা আনে।
Money begets money.
চকচক করলেই সোনা হয় না।
All that glitters is not gold.
জোর যার মুলুক তার।
Might is right
ইচ্ছা থাকলে উপায় হয়।
Where there is a will, there is a way.
চোরে চোরে মাসতুতো ভাই।
Birds of the same feather flock together.
Conversations: 08
কি বলব ভেবে পাচ্ছিনা!
I’m at a loss.
তমাল তার বন্ধুদের কাছে অলস হিসেবে পরিচিত।
Tomal is known as a slow couch to his friend circle.
আমি তোমার নাম স্বরণ করতে পারছিনা।
I can’t call to mind your name.
তোমার সব পরিকল্পনা ব্যার্থ হয়েছে।
Your entire plan ended in smoke.
জনসংখ্যা সমস্যা বাংলাদেশের একটি প্রকট সমস্যা।
Population problem is the burning question of Bangladesh.
উদ্বিগ্ন হয়োনা দুঃসময়ে ধৈর্য্য ধর।
Don’t be anxious; hold your horses in bad times.
আমি সবক্ষেত্রে তার পাশেই থাকব।
I shall stand by him at all events.
টেবিলের মধ্যে বইগুলো এলোমেলো অবস্থায় ছিল।
All the books on the table were at sixes and sevens.
তোমার ইংরেজি ভাষার খুটিনাটি সব শেখা উচিত।
You should learn ins and outs of English language.
সে আমার নাগাল ধরতে চেষ্টা করছে।
He is trying to catch up me.
Conversations: 09
Have a nice time.
আনন্দ করুন।
I have not forgotten.
আমি ভুলে যাইনি।
Times have changed.
সময় বদলে গেছে।
We have failed.
আমরা অসফল হয়েছি।
Have you gone mad?
তুমি কি পাগল হয়ে গেছো?
We have two daughters.
আমাদের দুটো মেয়ে আছে।
They have twin daughters.
তাদের দুটো জমজ মেয়ে আছে।
I have class tomorrow.
আমার কাল ক্লাস আছে।
Have you finished it?
তুমি কি এটা শেষ করেছ?
What have you found?
তুমি কী পেয়েছো?
Conversations: 10
I used to live in Chittagong.
আমি চট্টগ্রামে বসবাস করতাম।
I used to go to the beach every day.
আমি প্রতিদিন সমুদ্র সৈকতে যেতাম।
I used to work here.
আমি এখানে কাজ করতাম।
I used to like vegetables.
আমি শাকসবজি পছন্দ করতাম।
I used to start work at 6 o’clock.
আমি ৬টার সময় কাজ শুরু করতাম।
I used to respect you.
আমি আপনাকে সম্মান করতাম।
I used to jog every day.
আমি প্রতিদিন জগিং করতাম।
I used to play tennis.
আমি টেনিস খেলতাম।
I used to smoke.
আমি ধূমপান করতাম।
I used to work from home.
আমি বাড়িতে থেকে কাজ করতাম।
spunky
February 14, 2025 at 5:09 amYour creativity resonates perfectly! Create perfection with Sprunki Mods.
sprunkipyramix
February 15, 2025 at 3:17 amYour analysis is game-changing! Like the game-changing Sprunki Pyramixed.