100 Daily Spoken English Rules With Example | স্পোকেন ইংলিশ শেখার গুরুত্বপূর্ণ ১০০ টি গঠন প্রণালি।

100 Daily Spoken English Rules With Example | স্পোকেন ইংলিশ শেখার গুরুত্বপূর্ণ ১০০ টি গঠন প্রণালি।

Contents

Spoken rule: 01

Get: To Offer or request someone.

Note: Get ব্যবহার করে আমরা কাউকে রিকোয়েস্ট করতে পারি বা কোন কিছুর অফার করতে পারি।

Examples:

আমি কি আপনাকে কিছু খেতে দিতে পারি? (Offer)

Can I get you something to eat?

আমি কি এক গ্লাস পানি পেতে পারি? (Request)

Can I get a glass of water?

আমি কি আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি?

Can I get you a cup of tea?

আমি কি আপনার ফোন নম্বর টা পেতে পারি?

Can I get your phone number?

এবার নিজে নিজে কিছু বাক্য তৈরি করার চেষ্টা করুন।

Spoken Rule: 02

Get ক্রয় করা (To buy something)

Note: Buy verb এর পরিবর্তে আমরা Get ব্যবহার করতে পারি।

Structure: Sub + v + objects (any tenses)

Examples:

আপনি কি কিনতে চান?

What do you want to get?

আমি গতকাল একটি মোবাইল ফোন কিনেছিলাম।

I got a mobile phone yesterday

আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দিব।

I will get you a new bag.

আমি এটি বসুন্ধরা সিটি থেকে কিনেছি।

I got it from Bashundhara city.

এবার নিজে নিজে কিছু বাক্য তেরি করার চেষ্টা করুন।

Spoken Rule: 03

Get – বুঝতে পারা।

Structure: Sub + Get + objects. (Any tenses)

Note: Understand’ এর পরিবর্তে আমরা Get ব্যবহার করতে পারি।

Examples:

আমাকে ভুল বুঝো না।

Don’t get me wrong.

সে আমাকে ভুল বুঝেছিল।

She got me wrong.

তুমি আমাকে ভুল বুঝতেছো।

You are getting me wrong.

বুঝতে পেরেছো?

Got it? (Have you got / gotten it?)

আমি তোমাকে ভুল বুঝিনি।

I didn’t get you wrong.

এবার নিজে নিজে বিভিন্নভাবে এমন কিছু বাক্য তেরি করার চেষ্টা করুন।l

Spoken Rule: 04

Get: যাওয়া বা পৌঁছানো।

Note: Go অথবা Reach এর পরিবর্তে আমরা Get ব্যবহার করতে পারি।

Structure: Sub + get + object.

Note: যে কোন tense এ ব্যবহার করা যায়।

Examples:

আমি প্রতিদিন সকাল ১০ টায় অফিসে পৌছাই

I get my office 10 am every day.

তুমি কিভাবে স্কুলে যাও?

How do you get to school?

সে সেখানে কখন পৌঁছাবে?

When will he get there?

আমি এখান থেকে এয়ারপোর্টে কিভাবে যেতে পারি?

How can I get airport from here?

Now try to make some sentences like this yourself.

Spoken Rule: 05

Get = To receive something or to obtain something.

Note: কোন কিছু গ্রহণ করা বা পাওয়া অর্থেও আমরা Get ব্যবহার করতে পারি।

Examples:

আমি তোমার চিঠি পেয়েছি।

I got your letter.

সে একটি নতুন চাকরি পেয়েছে।

She has got a new job.

সে তার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পায়নি।

She didn’t get GPA 5 in her HSC exam.

আমি তোমার পাঠানো পার্সেল টি গ্রহণ করেছি।

I have got your parcel.

Now, try making some sentences like this yourself.

Spoken Rule: 06

Have / Has To have something or to own something.

Structure: Sub + have, has / have got, has got + objects.

Note: কারো মালিকানায় বা অধিকারে কিছু আছে বুঝাতে, Have বা Has ব্যবহার হয়। অথবা have got, has got ব্যবহার হয়। এদের মধ্যে কোন পার্থক্য নেই।

Examples:

আমার আছে।

I have / I have got.

তার আছে।

He has / He has got.

আমার একটি সুন্দর বাড়ি আছে

I have a nice house. / I have got a nice house.

তার একটি সুন্দর পরিবার আছে।

She has a nice family/She has got a nice family.

তাদের একটি সুন্দর কালো গাড়ি আছে।

They have a nice black car. /They have got a nice black car.

Now try to make some sentences like this yourself.

Spoken Rule: 07

Had: To own something in the past.

Structure: Sub + had + objects.

Note: অতীতে কারো মালিকানায় কিছু ছিল বুঝাতে Had ব্যবহার করতে হয়।

Examples:

আমার একটি গাড়ি ছিল।

I had a car.

আমার বাবার ১০ টি গরু ছিল।

My father had ten cows.

তার একটা গিটার ছিল।

She had a guitar.

তাদের একটি সুন্দর বাড়ি ছিল

They had a nice house.

আমাদের একটা ভাল সম্পর্ক ছিল।

We had a good relationship.

Now, try to make some sentences like this yourself.

Spoken Rule: 08

Will have: To won something in the future.

Structure: Sub + will have + objects.

Note: ভবিষ্যতে কারো মালিকানায় কিছু থাকবে বুঝাতে will have ব্যবহার হয়।

Examples:

আমার আগামী বছর একটি নতুন গাড়ি হবে।

I will have a new car next year.

ভবিষ্যতে আমাদের একটা সভ্য সমাজ হবে।

In the future we will have a civilized society.

আমার একটা সুন্দর পরিবার হবে

I will have nice family.

সেখানে আমাদের কিছু ভালো বন্ধু হবে।

We will have some good friends there.

Now, try to make some sentences like this.

Spoken Rule: 09

Don’t have / Doesn’t have: নেই।

Note: কারো বর্তমান কালে কোন কিছু নেই বুঝাতে Don’t have / Doesn’t have ব্যবহার করতে হয়।

Structure: Sub + Don’t have / Doesn’t have + objects.

Examples:

আমার সময় নেই।

I don’t have time.

আমার টাকা নেই।

I don’t have money

তার নতুন ব্যাগ নেই।

He doesn’t have a new bag.

রহিমের এই বইটি নেই।

Rahim doesn’t have this book.

তাদের গাড়ি নেই।

They don’t have car.

Spoken Rule: 10

Did not have: ছিল না।

Note: অতীতে কারো কিছু ছিল না বুঝাতে Didn’t have ব্যবহার হয়।

Structure: Sub + didn’t have + object.

Examples:

আমার টাকা ছিল না।

I didn’t have the money.

আমার স্কুল জীবনে অনেক বন্ধু ছিল না।

I didn’t have many friends in my school life.

তার একটি সুন্দর গাড়ি ছিল না।

She didn’t have a nice car.

তাদের মা বাবা তাদের সাথে ছিল না।

They didn’t have their parents with them.

Spoken Rule: 11

Am/is/are to = করতে হয়।  হয় বুঝাতে am/is/are + to

Note: বাক্যে কর্তার কোন কাজ করতে

Structure: Sub + am to/is to/ are to + verb1+ objects.  ব্যবহার করতে হয়।

Examples:

আমাকে নিয়মিত অষুধ সেবন করতে হয়।

I am to take regular medication.

তাকে ইংরেজি শিখতে হয়।

She is to learn English.

তাদেরকে সপ্তাহে একবার সেখানে যেতে হয়।

They are to go there once in a week.

তাকে নিয়মিত ব্যায়াম করতে হয়।

He is to take physical exercise regularly.

আমাকে লিখতে হয়

I am to write.

তাকে করতে হয়

She is to do.

আমার বাবাকে মেডিসিন খেতে হয়

My father is to take medicine.

আমার সকালের নাস্তায় রুটি খেতে হয়।

I am to eat bread in my breakfast.

Spoken Rule: 12

Dreaming of: স্বপ্ন দেখা।

Note: বাক্যে কর্তা কোন কাজ করার বা কিছু হওয়ার স্বপ্ন দেখে এইরূপ বুঝাতে dream of ব্যবহার করতে হয়।

Structure: Sub + dream of + verb (ing) / noun + objects.

Examples:

আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি I

I dream of becoming a doctor.

আমরা করোনা ভাইরাস মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখি।

We dream of a corona virus free world.

সে একজন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে।

He dreams of becoming a police officer.

আমরা একটা শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখি।

We dream of an exploitation free society.

Spoken Rule: 13

Used to; অতীতে করতাম এখন করি না।

Note: কারো অতীতে কোন কাজে অভ্যস্ত থাকা বা মালিকানায় কিছু থাকা বুঝতে Used to ব্যবহার করতে হয়।

Structure: Sub + used to + verb1 /have + objects.

Examples:

আমি আগে ধুমপান করতাম।

I used to smoke.

আমরা আগে সেখানে যেতাম।

We used to go there.

আমার আগে একটি গিটার ছিল।

I used to have a guitar.

তাদের আগে একটি গাড়ি ছিল।

They used to have a car.

Spoken Rule: 14

Going to be হতে যাচ্ছে। যাচ্ছিল।

Note: বাক্যে কর্তা কিছু হতে যাচ্ছে বুঝতে Going to be ব্যবহার করতে হয় ।

Structure: Sub + am is are/ was/were + going to+ be/verb1 + object.

Examples:

আমি বাবা হতে যাচ্ছি।

I am going to be a father.

তারা বিজয়ী হতে যাচ্ছে।

They are going to be the winners.

এটা একটা চমৎকার পার্টি হতে যাচ্ছে।

It’s going to be a fantastic party.

আমরা আক্রান্ত হতে যাচ্ছিলাম।

We were going to be attacked.

তারা দূর্ঘটনার শিকার হতে যাচ্ছিল।

They were going to have an accident.

Spoken Rule: 15

Could পারতাম/ পারতেন

Note: বাক্যে কর্তা অতীতে কোন কাজ করতে পারত এইরূপবুঝালেCould ব্যবহার করতে হয়।

Structure: Sub + could + verb1 + objects.

Examples:

আমি গাড়ি চালাতে পাড়তাম।

I could drive a car.

সে গিটার বাজাতে পারত।

She could play guitar.

আমার বাবা কবিতা আবৃত্তি করতে পারতেন।

My father could recite poems.

তারা ছবি অংকন পারতো।

They could draw pictures.

Spoken Rule: 16

Impressed to মুগ্ধ, অভিভূত

Note: বাক্যে কর্তা কোন কিছুতে মুগ্ধ বা অভিভূত হলে Impressed to ব্যবহার করতেহয়।

Structure: Sub + am/is/are + impressed to+ verb1 + objects.

Examples:

আমি তোমাকে দেখে মুগ্ধ।

I am impressed to see you.

তোমার উপস্থাপনা শুনে আমি অভিভূত।

I am impressed to listen your presentation.

তোমার অকৃত্রিম ভালবাসায় আমি মুগ্ধ।

I am impressed to your authentic love.

তোমার ভাল ফলাফলে তিনি অভিভূত।

He is impressed to your good result.

Spoken Rule: 17

Will be able to + করতে পারব। করতে পারবে।

Note: বাক্যে কর্তা কোন কাজ করতে পারবে এইরূপ বুঝালে will be able to  ব্যবহার করতে হয়।

Structure: Sub + will be able to + verb1 + objects.

Examples:

সে পরিক্ষায় পাশ করতে পারবে।

She will be able to pass the examination.

আমরা সেখানে যথা সময়ে পৌঁছাতে পারব।

We will be able to get there on time.

আমি আমার বন্ধুকে বিষয় টা বুঝাতে পারব।

I will be able to make my friends understand the matter.

আমি আগামী মাসে একটা নতুন গাড়ি কিনতে পারব।

I will be able to buy a new car next month.

Spoken Rule: 18

Nothing left কিছুই বাকি নেই।

Note: আর কিছুই বাকি নেই বুঝতেNothing left ব্যবহার করতে হয়।

Structure: Sub + nothing left to + verb1 + objects.

Examples:

তাদের আর কোথাও যাওয়ার বাকি নেই।

They have nothing left to go.

আমার আর কিছুনার বাকি নেই।

I have nothing left to listen.

আমার বাবার আর কিছু অর্জন করার বাকি নেই।

My father has nothing left to achieve.

তাদের আর কিছুই হারানোর বাকি নেই।

They have nothing left to lose.

Spoken Rule: 19

Whether, or + হবে কি হবে না..

Note: কোন কাজ হবে কি হবে না, কেউ যাবে কি যাবে না, বড় কি cold organico

Whether.. or ব্যবহার করতে হয়।

Examples:

বাবা ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না এখনো সিদ্ধান্ত নেন নি।

Father hasn’t yet decided whether to go to the doctor or not.

সে সুস্থ কি সুস্থ সেটা আমার দেখার বিষয় না।

It’s not up to me whether he is healthy or sick.

এটা সুন্দর না অসুন্দর তাতে কিছুই যায় আসে না।

It doesn’t matter whether it’s nice or not.

সে যাবে কি যাবেনা আমরা জানি না।

We don’t know whether he will go or not.

Spoken Rule: 20

For the sake of উদ্দেশ্যে, খাতিরে।

Note: বাক্যে কর্তা কোন উদ্দেশ্যে কোন কাজ করলে For the sake of ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। এর পরবর্তীVerb এর সাথে ing যুক্ত হয়।

Examples:

আমি এই বইটি ইংরেজি শেখার উদ্দেশ্যে কিনেছিলাম।

I bought this book for the sake of learning English.

তারা দরিদ্রদের সাহায্য করার উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠা করেছিল।

They established it for the sake of helping the poor.

আমরা সেখানে গান শোনার উদ্দেশে গিয়েছিলাম।

We went there for the sake of listening to music.

তারা তাকে উপকারের উদ্দেশ্যে উপদেশ দিয়েছিল।

They advised her for the sake of benefit.

Spoken Rule: 31

কোন কাজ একেবারে করা হয়না বল্লেই চলে এমনটা বুঝাতে Hardly ব্যবহার করতে হয়।

Structure:  Sub + hardly + V+ objects.

Examples:

আমি ধূমপান করি না বল্লেই চলে।

I hardly smoke.

সে বাজারে যায়না বলেই

He hardly go to the market.

বাবা গরুর মাংস খান না বল্লেই চলে।

Father hardly eat beef.

সে আমাকে কল করে না বল্লেই চলে।

She hardly calls me.

Spoken Rule: 32

কোন কাজ হচ্ছে বা কিছু করা হচ্ছে এরুপ বুঝাতেঃ

Structure: am/is/are being + v3

Examples:

ভাত রান্না হচ্ছে।

Rice is being cooked.

মাছ ধরা হচ্ছে।

Fish is being caught.

চিঠি লিখা হচ্ছে।

Letter is is being written.

কাপড়গুলো পরিস্কার করা হচ্ছে।

Clothes are being washed.

Spoken Rule: 33

কারো বরং কোন কাজ করা উচিত, না করলে সমস্যা হতে পারে এমন বুঝাতে had better ব্যবহার করতে হয়।

Structure:  Sub+had better + V1 + objects.

Examples:

তোমার বরং এখান থেকে চলে যাওয়া  উচিত।

You had better go away from here.

আমার বরং ধূমপান ছেড়ে দেয়া উচিৎ।

I had better give up smoking.

আপনার বরং যথাসময়ে অফিসে আসা উচিত।

You had better come to the office on time.

তোমার বরং তার জন্য অপেক্ষা করা উচিত।

You had better wait for her.

Spoken Rule: 34

কারো কাছে কিছু চাইতে বা অনুরোধ করতেঃ

Structure:  Can I have + objects.

Examples:

আমি কি এক গ্লাস পানি পেতে পারি?

Can I have a glass of water please?

আমি কি আপনার ফোন নম্বর টা পেতে পারি?

Can I have your phone number please?

আমি কি আপনার ঠিকানা টা পেতে পারি?

Can I have your address please?

আমি কি ভাল দেখে এক কেজি পেয়াজ পেতে পারি?

Can I have a kilogram of onion in good quality please?

Spoken Rule: 35

আমার কি উচিত?/ তোমার কি উচিত? এ ধরনের বাক্য তৈরি করতেঃ

Structure: should+sub+ Verb1 + objects.

Examples:

আমার কি তার জন্যে অপেক্ষা করা উচিত?

Should wait for her?

তোমার কি সময় অপচয় করা উচিত?

Should you waste your time?

আমার কি সেখানে যাওয়া উচিত?

Should I go there?

আমার কি তার সাথে যাওয়া উচিৎ?

Should I go with him?

Spoken Rule: 36

তোমার কি উচিত না? তার কি উচিত না? এমন বাক্য তৈরি করতেঃ

Structure:  Shouldn’t+sub+ verb1 + objects.

Examples:

তোমার কি সেখানে যাওয়া উচিত না?

Shouldn’t you go there?

তোমার কি তাকে সাহায্য করা উচিত না?

Shouldn’t you help him?

তাদের কি আমাকে জানানো উচিত না?

Shouldn’t they inform me?

তোমার কি তার জন্যে অপেক্ষা?

Shouldn’t you wait for her?

Spoken Rule: 37

তুমি কি এটা করেছো? সে কি করেছে? আমি কি এটা করেছি? ইংরেজিতে এ ধরণের বাক্য তৈরি করতেঃ

Structure: Have/has + sub + v3 + objects.

Examples:

আমি কি এটা করেছি?

Have I done this?

সে কি স্কুলে গিয়েছে?

Has he gone to school?

তারা কি ক্রিকেট খেলেছে?

Have they played cricket?

তুমি কি টাকা পাঠিয়েছো?

Have you sent money?

Spoken Rule: 38

তুমি কি খাও নি? সে কি যায় নি? এ ধরনের সাম্প্রতিক প্রশ্ন করতেঃ

Structure: Haven’t / hasn’t + Sub + verb3 + objects.

Examples:

তুমি কি বাজারে যাও নি?

Haven’t you gone to market?

সে কি গোসল করে নি?

Hasn’t he taken shower?

তারা কি কলেজে যায় নি?

Haven’t they gone to college?

সে কি তাকে কল করে নি?

Hasn’t she called him?

Spoken Rule: 39

কেউ কিছু পাওয়ার জন্যে কাতর হয়ে আছে অস্থির হয়ে আছে এ ধরনের বাক্য তৈরি করতেঃ

Structure:  Sub + be verb + dying to + verb 1 + objects.

Examples:

আমি আমার ফলাফল দেখার জন্যে মরিয়া হয়ে আছি।

I am dying to see my result.

সে তার মাকে দেখার জন্যে অস্থির হয়ে আছে।

She is dying to see her mother.

আমি ইংলিশ ক্লাসে জয়েন করার জন্যে মরিয়া হয়ে আছি।

I am dying to join my English class.

তারা ক্রিকেট ম্যাচ দেখার জন্যে মরিয়া হয়ে আছে।

They are dying to see the cricket match.

Spoken Rule: 40

যখন একজন ব্যক্তি অপর কোন ব্যক্তির কাছ থেকে কোন কাজের প্রত্যাশা করবেনঃ

Structure:  Sub + want + agent to + verb 1+ objects.

Examples:

আমি চাই তুমি কাজটি কর।

I want you to do the work.

সে চায় আমি এখান থেকে চলে যাই।

She wants me to leave this place.

আমি চাই তুমি আমাকে কল করো।

I want you to call me.

আমরা চাই তুমি তাকে মাফ করে দাও।

We want you to forgive him.

Spoken Rule: 41

কোন কাজ করার এটি ই সঠিক সময় বুঝাতেঃ

Structure:  It’s high time + to + verb1 + objects.

Examples:

বিশ্রাম নেয়ার এটাই সঠিক সময়।

It’s high time to take rest.

কঠোর পরিশ্রম করার এটাই উপযুক্ত সময়।

It’s high time to do hardwork.

প্রার্থনা করার এটাই উপযুক্ত সময়।

It’s high time to pray.

গরিবদের সাহায্য করার এটাই সঠিক সময়।

It’s high time to help the poor.

Spoken Rule: 42

আমি বাজি ধরে বলতে পারি এমন বাক্য তৈরি করতেঃ

I bet….

Examples:

আমি বাজি ধরে বলতে সে এখন বাড়ি আছে।

I bet he is home now.

আমি বাজি ধরে বলতে পারি, তুমি পুরস্কার জিতবে।

I bet you will win the prize.

আমি বাজি ধরছি সে আজ আসবে না।

I bet he will not come today.

আমি বাজি ধরছি তুমি বিষয় টা জান না ।

I bet you don’t know the matter.

Spoken Rule: 43

কত সময় লাগে? লেগেছিল? লাগবে? এমন বাক্য তৈরি করতেঃ

Structure: How long does / did / will it take ?

Examples:

এয়ারপোর্টে যেতে কত সময় লাগে?

How long does it take to get to the airport?

বাড়িটি নির্মাণ করতে কত সময় লেগেছিল?

How long did it take to build the house?

এই শার্ট টি বানাতে কত সময় লাগবে?

How long will it take to knit this shirt?

Spoken Rule: 44

তোমার কি ইচ্ছে করছে? যুক্ত বাক্য তৈরি করতেঃ

Structure:  Do you feel like + verb+ ing + objects.

Examples:

তোমার কি আইস্ক্রিম খেতে ইচ্ছে করছে?

Do you feel like having some Ice-cream?

তোমার কি সমুদ্র সৈকতে হাটতে যেতে ইচ্ছে করছে?

Do you feel like going for a walk on the beach?

তোমার কি আজ সন্ধ্যায় শপিং এ যেতে ইচ্ছে করছে?

Do you feel like going shopping this evening?

তোমার কি টিভি দেখতে ইচ্ছে করছে?

Do you feel like watching television?

Spoken Rule: 45

কখনো গিয়েছিলে?/ দেখেছিলে?/ শুনেছিলে? ইত্যাদি বাক্য তৈরি করতেঃ

Structure:  Have you ever been/ ever seen + objects.

Examples:

তুমি কি কখনো সিলেট গিয়েছিলে?

Have you ever been to Sylhet?

তোমার বাবা কি কখনো ইন্ডিয়া তে গিয়েছিলেন?

Has your father ever been to India?

তুমি কি কখনো ভূত দেখেছিলে?

Have you ever seen Ghost?

তুমি কি কখনো এটা শুনেছিলে?

Have you ever heard of it?

Spoken Rule: 46

এটা করাতে আপনার কি কোন আপত্তি আছে? এই ধরণের বাক্য তৈরি করতেঃ

Structure: Do you mind/ would you mind + verb + ing + objects.

Examples:

দরজাটা খুলাতে আপনার কোন আপত্তি আছে?

Do you mind opening the door?

তার সাথে যাওয়াতে তোমার কি আপত্তি আছে?

Would you mind going with him?

এককাপ কফি খাওয়াতে আপনার আপত্তি আছে?

Do you mind taking a cup of coffee?

আমার জন্যে কিছুক্ষণ অপেক্ষা করাতে তোমার আপত্তি আছে?

Would you mind waiting for me for a while?

Spoken Rule: 47

আপনি কি কিছু মনে করবেন যদি আমি…. করি; এমন বাক্য তৈরি করতেঃ

Structure:  Would you mind/do you mind + if + sub + verb1 + objects.

Examples:

আমি যদি এখানে ধূমপান করি আপনি কি  কিছু মনে করবেন?

Would you mind if I smoke here?

আমি যদি জানালাটা খুলে দেই আপনি কি  কিছু মনে করবেন?

Would you mind if I open the window?

আপনাকে যদি একটা প্রশ্ন করি আপনি  কি কিছু মনে করবেন?

Do you mind if I ask you a question?

Spoken Rule: 48

আপনার কাছে কি পাওয়া যাবে? আপনার কাছে কি আছে?

Structure:  Do you have…. Available?

Examples:

আপনার এখানে কি কোন সিংঙেল রুম পাওয়া যাবে?

Do you have any single rooms available?

আপনাদের কাছে কি কোন টিকিট পাওয়া যাবে?

Do you have any tickets available?

আপনাদের কাছে কি ২০ সাইজের কোন জুতো পাওয়া যাবে?

Do you have any shoes in size 20 available?

আপনাদের কাছে কি স্পকেন ইংলিশ বইটি পাওয়া যাবে?

Do you have “Spoken English” book available?

Spoken Rule: 49

কারো কিছু হওয়ার কারণে অন্য কিছু করা উচিত। উচিত না বুঝাতে Being ব্যবহার করতে হয়।

Examples:

একজন ধার্মিক ব্যক্তি হওয়ার কারণে তার সত্য বলা উচিত।

Being a pious man he should tell the truth.

একজন শিক্ষক হওয়ার কারণে তার মিথ্যা বলা উচিত না।

Being a teacher, he should not lie.

একজন নেতা হওয়ার কারণে তার  দায়িত্বশীল হওয়া উচিত।

Being a political leader, he should be responsible.

একজন চিকিৎসক হওয়ার কারণে তার সৎ হওয়া উচিত।

Being a doctor, he should be  honest.

Spoken Rule: 50

More or less কম-বেশি

Examples:

এটা কমবেশি নিশ্চিত।

It is more or less certain.

সভা কমবেশি শেষ হয়ে গেছে।

The meeting is more or less over.

সে কমবেশি মিথ্যা বলছে।

He is more or less lying.

আমি কমবেশি শাক-সবজি খাই।

I eat more or less vegetables.

Spoken Rule: 51

ভবিষ্যতে কোন একটা কাজ করার চেষ্টা করতে থাকব বা থাকবেন; এমন বাক্য তৈরি করতেঃ

Structure:  Sub + will be + trying to + verb 1 + objects.

Examples:

আমি কাজটি করার চেষ্টা করতে থাকব।

I will be trying to do the work.

আমরা খেলায় জেতার চেষ্টা করতে থাকব।

We will be trying to win the game.

সে অংকটা করার চেষ্টা করতে থাকবে।

He will be trying to do the sum.

তুমি সফল হতে চেষ্টা করতে থাকবে।

You will be trying to be successful.

Spoken Rule: 52

অতীতে কেউ কিছু করার চেষ্টা করতেছিল বুঝাতেঃ

Structure: Sub + was/were + trying to + verb 1 + objects.

Examples:

আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছিলাম।

We were trying to go there.

মনির মাছ ধরার চেষ্টা করতেছিল।

Monir was trying to catch fish.

তারা সমস্যাটি সমাধান করার চেষ্টা  করতেছিল।

They were trying to solve the problem.

সে একটা নতুন চাকুরী পেতে চেষ্টা করতেছিল।

He was trying to get a new job.

Spoken Rule: 53

Note: By force: জোর করে

কেউ জোর করে কিছু করেছিল বা নিয়েছিল বুঝাতে By force ব্যবহার করতে হয়।

Examples:

সে জোর করে তার স্ত্রীর কাছ থেকে টাকা  নিয়েছিল।

He took the money from his wife by force.

তুমি জোর করে কক্ষে ঢুকে পড়েছিলে।

You entered into the room by force.

আমি জোর করে তার ফোন টি নিয়েছিলাম।

I took his cell phone by force.

Spoken Rule: 54

নিজে কর অন্যকেও করতে দাও এমন বাক্য তৈরি করতেঃ

Structure: verb 1 + let + verb 1

Examples:

নিজে শিখুন অন্যকে শিখতে দিন।

Learn let learn.

নিজে যাও অন্যকে যেতে দাও।

Go let go.

নিজে কর অন্যকে করতে দাও।

Do let do.

নিজে উপার্জন কর অন্যকেও করতে দাও।

Earn let earn.

Spoken Rule: 55

Won’t you + Any subject + v1 + Object

Note: ভবিষ্যতের সাথে সম্পৃক্ত না বোধক প্রশ্ন করতে ব্যবহার হয়।

Examples:

তুমি কি স্কুলে যাবে না?

Won’t you go to school?

তুমি কি গান গাইবে না?

Won’t you sing a song?

তুমি কি আমাকে বলবে না?

Won’t you tell me?

তোমার বাবা কি যাবে না?

Won’t your father go?

Spoken Rule: 56

Will you + any subject + V1 + object.

Note: ভবিষ্যতের সাথে সম্পৃক্ত যে কোন হ্যা বোধক প্রশ্ন করতে ব্যবহার হয়।

Examples:

তুমি কি আমাদের সাথে যাবে?

Will you come with us?

তুমি কি ডিনার করবে?

Will you take dinner?

সে কি এই মুভিটা দেখবে?

Will he watch this movie?

তুমি কি এই বইটি কিনবে?

Will you buy this book?

Spoken Rule: 57

Didn’t+ any subject + V1+ object.

Note: অতীতে ঘটে যাওয়া কোন বিষয়ে না বোধক প্রশ্ন করতে ব্যবহার করতে হয়।

Examples:

তুমি কি লাঞ্চ করো নি?

Didn’t you have your lunch?

তুমি কি স্কুলে যাও নি।

Didn’t you go to school?

তুমি কি তোমার বাবাকে জানাও নি?

Didn’t you inform your father?

তুমি কি গত ক্লাসে আসো নি?

Didn’t you join the last class ?

এবার নিজে নিজে কিছু বাক্য তৈরি করার চেষ্টা করুন।

Spoken Rule: 58

Did + any subject + V1+ object.

Note: একটু আগে ঘটে যাওয়া থেকে শুরু করে অতীততে ঘটে যাওয়া যে কোন বিষয়ে প্রশ্ন করা যায়।

Examples:

তুমি কি আজ সকালের নাস্তা করেছো?

Did you have breakfast this morning?

তুমি কি আমাকে ফোন করেছিলে?

Did you phone me?

সে কি তোমার জন্যে অপেক্ষা করেছিল?

Did she wait for you?

তুমি কি আমায় ডেকেছিলে?

Did you call me?

এবার নিজে নিজে কিছু বাক্য তৈরি করার চেষ্টা করুন।

Spoken Rule: 59

Didn’t have any / had no : তার কোন ছিলনা / আমার কোন ছিল না। এ ধরনের বাক্যে Had no অথবা Didn’t have any বসে।

Sub + Didn’t have any / had no + object.

Examples:

আমার কোন বন্ধু ছিল না।

I had no friend.

তার কোন বাড়ি ছিল না।

He had no house.

তাদের কোন ভাই ছিল না।

They didn’t have any brother.

আমার কোন বন্ধু ছিল না।

I had no friend / I didn’t have any friend.

Spoken Rule: 60

Have no + Object: কোন নেই

Note: আমার কোন ভাই নেই, তার কোন টাকা নেই, এই ধরনের বাক্যে Have no / Has no ব্যবহার করতে হয়। তবে যদি শুধু আমার নেই, তার নেই থাকে (“কোন’ উল্লেখ না থাকে) তাহলে “Don’t have” ব্যবহার করতে হবে।

Examples:

আমার কোন ভাই নেই।

I have no brother.

তার কোন টাকা নেই।

He has no money.

তাদের কোন বাড়ি নেই।

They have no house.

আমাদের কোন হোমওয়ার্ক নেই।

We have no home work.

এবার নিজে নিজে চেষ্টা করুন।

Spoken Rule: 61

I don’t have time + To + Verb: করার সময় নেই

Example:

আমার ব্যাখ্যা করার সময় নেই।

I don’t have time to explain.

আমার চিন্তা করার সময় নেই।

I don’t have time to think.

আমার খাওয়ার সময় নেই।

I don’t have time to eat.

আমার টিভি দেখার সময় নেই।

I don’t have time to watch TV.

আমার বাজারে যাওয়ার সময় নেই।

I don’t have time to go to market.

আমার বেড়াতে যাওয়ার সময় নেই।

I don’t have time to hang out.

আমার পরিকল্পনা করার সময় নেই।

I don’t have time to plan.

Spoken Rule: 62

কোন কিছুর উদ্দেশ্যে বা দিকে যাচ্ছি, যাচ্ছেন; এমন বাক্য তৈরি করতেঃ

Structure:  sub + am/is/are + verb + ing + towards + objects.

Examples:

আমি মসজিদের দিকে যাচ্ছি।

I am going towards mosque.

তারা যাদুঘরের দিকে যাচ্ছে।

They are going towards museum.

সে রেল স্টেশনের দিকে যাচ্ছে।

She is going towards railway station.

রনি মুভি থিয়েটারের দিকে যাচ্ছে।

Roni is going towards movie theatre.

Spoken Rule: 63

What on earth/ Why on earth: বিতৃষ্ণা প্রকাশ করতে ব্যবহার হয়।

Examples:

কেন যে তুমি সেখানে যাও নি?

Why on earth didn’t you go there?

তারা যে কি খেলছে?

What on earth are they playing?

সে যে কি লিখছে?

What on earth is she writing?

তারা যে কোথায় যাচ্ছে?

Where on earth are they going?

Spoken Rule: 64

কোন কাজ করা লাভজনক বা ভাল এই ধরণের বাক্য তৈরি করতেঃ

Structure: It’s better + to + verb 1 + objects.

Examples:

ধূমপান ছেড়ে দেয়া ভাল।

It’s better to give up smoking.

সকালে ঘুম থেকে উঠা ভাল।

It’s better to get up early in the morning.

নিয়মিত শাকসজি খাওয়া ভাল।

It’s better to eat vegetables regularly.

সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা ভাল।

It’s always better to stay clean and tidy.

Spoken Rule: 65

Are you sure? আপনি কি নিশ্চিত?

Examples:

আপনি কি নিশ্চিত যে সে আসবে না?

Are you sure he won’t come?

আপনি কি নিশ্চিত যে আপনি আমাদের  সাথে যাচ্ছেন না?

Are you sure you’re not going with us?

আপনি কি নিশ্চিত যে তার নাম জন?

Are you sure his name is John?

আপনি কি নিশ্চিত যে সে আগামীকাল  আসবে?

Are you sure he will come tomorrow?

Spoken Rule: 66

আমি কোথা থেকে পেতে পারি? কোথা থেকে নিতে পারি? এমন সব বাক্য তৈরি করতেঃ

Structure:  Where can I + verb 1 + objects.

Example:

আমি কোথা থেকে একটি মানচিত্র পেতে  পারি?

Where can I get a map?

আমি কোথায় একজন পুলিশ কে খুজে পেতে পারি?

Where can I find a policeman?

আমি কোথায় ইংরেজি শিখতে পারি?

Where can I learn English?

Spoken Rule: 67

Note: আমি গর্বিত, তিনি গর্বিত ইত্যাদি বাক্য তৈরি করতেঃ

Structure:  Sub + be verb + proud of + objects.

Examples:

আমরা তোমাকে নিয়ে গর্বিত।

We are proud of you.

তারা তাদের গ্রাম কে নিয়ে গর্বিত।

They are proud of their village.

আমরা আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে  গর্বিত।

We are proud of our University.

সে তার বাবাকে নিয়ে গর্বিত।

She is proud of her father.

Spoken Rule: 68

কারো কিছু লাগবে কি না তা ভদ্রভাবে জিজ্ঞেস করতে Would you care for ব্যবহার করতে হয়।

Examples:

আপনি কি কিছু পান করতে চাচ্ছেন?

Would you care for something to drink?

আপনার কি একটু চা চলবে?

Would you care for some tea?

আপনি কি কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন?

Would you care for somewhere to visit?

আপনি কি একটু বিশ্রাম করতে চাইছেন?

Would you care for taking rest for a while?

Spoken Rule: 69

কোন কাজ করার এখনই সময়; এরুপ বাক্য তৈরি করতেঃ

Structure: It’s time+to+verb 1 + objects.

Examples:

এখনই সময় কঠোর পরিশ্রম করার।

It’s time to work hard.

এখনই সময় সংগ্রাম করার।

It’s time to struggle.

এখনই সময় প্রস্তুতি নেয়ার।

It’s time to take preparation.

এখনই সময় অসহায়দের সাহায্য করার।

It’s time to help the helpless people.

Spoken Rule: 70

কেউ কোন কাজ করতে পারত কিন্তু করেনি এমনটা বুঝতেঃ

Structure:  Sub + could have + verb3 + objects.

Examples:

তুমি তাকে সন্মান করতে পারতে। (কিন্তু  কর নি)

You could have respected him.

তুমি দরজা টা বন্ধ করে আসতে পারতে।

You could have closed the door.

তুমি ডাক্তারকে দেখাতে পারতে।

You could have visited a doctor.

তুমি আমার জন্যে অপেক্ষা করতে পারতে।

You could have waited for me.

Spoken Rule: 71

কেউ কোন কাজ করার চেষ্টা করতেছে/ চেষ্টা করছে এমন বাক্য তৈরি করতেঃ

Structure:  Sub + am/is/are + trying to + verb 1 + objects.

Examples:

আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি।

I am trying to solve the problem.

সে তাকে বিষয় টা বুঝানোর চেষ্টা করছে।

She is trying to make him understand the matter.

আমরা যথাসময়ে পৌঁছাতে চেষ্টা করছি।

We are trying to get on time.

ছেলেটা তাকে সাহায্য করার চেষ্টা করছে।

The boy is trying to help her.

Spoken Rule: 72

কেউ কোন কাজের পরিকল্পনা করছে এমনটা বুঝাতে নিচের স্ট্রাকচারে বাক্য তৈরি করতে হয়ঃ

Structure:  Sub + am/is/are + planing to verb 1 + objects.

Examples:

আমি একটি নতুন মটর সাইকেল কেনার  পরিকল্পনা করছি।

I am planning to buy a new motorcycle.

সে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করছে।

He is planning to visit Cox’s Bazar.

তারা IELTS পরিক্ষায় অংশগ্রহণ করার  পরিকল্পনা করছে।

They are planing to take the IELTS test.

Spoken Rule: 73

কেউ কোন কাজ করতে পারবে বা সক্ষম হবে বুঝাতেঃ

Structure: Sub + will be able to + verb 1 + objects.

Examples:

আমি সেখানে যেতে পারব।

I will be able to go there.

আমরা কাজটি করতে পারব।

I will be able to do the work.

সে পরিক্ষায় পাশ করতে পারবে।

He will be able to pass the exam.

তোমরা ভাল মানুষ হতে পারবে।

You will be able to be good people.

Spoken Rule: 74

কোন কাজ ইতিমধ্যেই করা হয়েছে বুঝাতে নিচের স্ট্রাকচারে বাক্য তৈরি ব্যবহার করতে হয়ঃ

Structure:  Sub + have/has + already + verb3 + objects.

Examples:

আমি ইতিমধ্যেই মুভিটা দেখেছি।

I have already watched the movie.

তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে।

They have already reached there.

আমরা ইতিমধ্যেই ব্যাপারটা শুনেছি।

We have already heard the matter.

সে ইতিমধ্যেই দুপুরের খাবার খেয়েছে।

She has already eaten lunch.

Spoken Rule: 75

এখনো যাইনি, এখনো করিনি, এমন সবনা বোধক বাক্যে Yet ব্যবহার করতে হয়ঃ

Examples:

আমরা এখনো সকালের নাস্তা করিনি।

We haven’t taken our breakfast yet.

তুমি এখনো তাকে কল করো নি কেন?

Why didn’t you call him yet?

তারা এখনো সেখানে যায় নি।

They haven’t gone there yet.

আমি এখনো প্রস্তুতি নেই নি।

I haven’t taken preparation yet.

Spoken Rule: 76

কোন কাজ এখনও চলছে বুঝাতে ‘Still ব্যবহার করতে হয়।

Examples:

আমি এখনো কাজ করছি।

I am still working.

তুমি কি এখনো আমার জন্যে অপেক্ষা করছো?

Are you still waiting for me?

তুমি কি এখনো আমাকে ভালবাসো?

Do you still love me?

তারা কি এখনো গরিবদের সাহায্য করে?

Are they still help the poor?

Spoken Rule: 77

কোন কাজ কতবার (Frequency) করা হয় তা জিজ্ঞেস করতে How often ব্যবহার করতে হয়।

Examples:

তুমি বছরে কক্সবাজারে কেমন (কতবার) যাও?

How often do you visit Cox’s Bazar in a year?

তুমি কেমন (কতবার) ব্যায়াম কর?

How often do you take physical exercise?

এখান থেকে কুমিল্লা কেমন (কতবার)  বাস ছেড়ে যায়?

How often is there a bus to Comilla?

Spoken Rule: 78

আমি বলতে চাইনি তুমি এমনটা কর’ এই ধরনের বাক্যেঃ

Structure:  I didn’t mean to + verb 1 + objects.

Examples:

তুমি আমাকে সাহায্য করবে আমি এমন কিছু বলতে চাইনি।

I didn’t mean to say that you would help me.

তুমি আমার সাথে যাবে এমন কিছুই বলতে চাইনি।

I didn’t mean to say that you would go with me.

আমি তোমাকে অপরাধী বলতে চাইনি।

I didn’t mean to call you a criminal.

তুমি আমার জন্যে অপেক্ষা করবে আমি আসলে এটা বলতে চাইনি।

I didn’t really mean to say that you would wait for me.

Spoken Rule: 79

কেউ কোন কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বুঝাতেঃ

Structure: Sub + have/has + decided to + verb 1 + objects.

Examples:

আমি একটি গাড়ি কেনার সিদ্ধান্ত  নিয়েছি।

I have decided to buy a car.

সে বান্দরবান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

He has decided to go to Bandarban.

আমরা নিয়মিত ইংরেজি চর্চা করার সিদ্ধান্ত নিয়েছি।

We have decided to practice English regularly.

ছেলেটি কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

The boy has decided to go Canada.

Spoken Rule: 80

কোন মানে নেই…..

Structure:  There is no point in + verb + ing + objects.

Examples:

সেখানে যাওয়ার কোন মানে নেই।

There is no point in going there.

এসব বলার কোন মানে নেই।

There is no point in saying this.

দ্রুত গতিতে গাড়ি চালানোর কোন মানে নেই।

There is no point in driving fast.

চিৎকার করে কথা বলার কোন মানে নেই।

There is no point in shouting.

Spoken + Written: 81

মনে হয়… মনে হচ্ছে..

Structure: Sub + seem to be + objects.

Examples:

তোমাকে অসুস্থ বলে মনে হচ্ছে।

You seem to be sick.

সে মনে হয় অসৎ।

He seems to be dishonest.

করিমকে লোভী বলে মনে হচ্ছে।

Karim seems to be greedy.

তাদেরকে অভিজ্ঞ বলে মনে হচ্ছে।

They seem to be experienced.

Spoken + Written: 82

আমি চাই তুমি কর…..

Structure: I want you to + verb1 + objects.

Examples:

আমি চাই তুমি ডিনার কর।

I want you to have dinner.

আমি চাই তুমি তোমার গাড়ী নিয়ে আস।

I want you to bring your car.

আমি চাই তুমি ইংরেজি শিখ।

I want you to learn English.

আমি চাই তুমি তাকে সাহায্য কর।

I want you to help him.

Spoken + Written: 83

তুমি কি চাও……

Structure: Do you want me + to + verb1 + objects?

Examples:

তুমি কি চাও ইংরেজি শেখায় আমি তোমাকে সাহায্য করি?

Do you want me to help you leran English?

তুমি কি চাও আমি তোমাকে স্বরণ করিয়ে  দেই?

Do you want me to remind you?

তুমি কি চাও আমি তোমার মোবাইল ফোন টি ঠিক করে দেই?

Do you want me to fix your mobile phone?

Spoken + Written: 84

অবাস্তব ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতেঃ

Structure: If + sub + were + object + sub + would + verb1 + objects.

আমি যদি প্রধানমন্ত্রী হতাম, দেশের সেবা  করতাম।

If I were the prime minister, I would serve the country.

আমি যদি তুমি হতাম, তাহলে তাকে শাস্তি  দিতাম।

If I were you, I would punish him.

আমি যদি ধনি হতাম, তাহলে গরিবদের  সাহায্য করতাম।

If I were you, I would help the poor.

Spoken + Written: 85

তুমি যদি যাও আমিও যাব, সে যদি না খায় আমি খাব না। এই ধরনের শর্তমূলক  বাক্যেঃ

Structure: If + sub + v1 + object + sub + will + v1 + objects.

Example:

যদি তুমি খাও তাহলে আমি খাব।

If you eat, I will eat.

যদি সে না যায় তাহলে আমিও যাব না।

If he doesn’t go, I will not go.

যদি তুমি কঠোর পরিশ্রম কর, তাহলে তুমি ভাল ফলাফল পাবে।

If you do hardwork, you will get good result.

যদি তুমি নিয়মিত অষুধ খাও, তাহলে তুমি সেরে উঠবে।

If you take regular medication, you will recover.

Spoken + Written: 86

কারো কোন কাজ করতে ভয় পাওয়া বা কোন কিছু কে ভয় পাওয়া বুঝাতেঃ

Structure: Sub + be verb + scared of + verb + ing + objects.

Examples:

আমি সেখানে যেতে ভয় পাই।

I am scared of going there.

সে তার সাথে কথা বলতে ভয় পায়।

He is scared of talking to him.

তুমি মানুষের সামনে কথা বলতে ভয়  পাও।

You are scared of speaking infront of people.

মেয়েটি বাসায় একা থাকতে ভয় পায়।

The girl is scared of staying at home alone.

Spoken + Written: 87

কারো কোন কাজ করতে ইচ্ছা করছে বুঝাতেঃ

Structure: Sub + feel like + verb + ing + objects.

Examples:

আমার এক কাপ গরম কফি খেতে ইচ্ছে করছে।

I feel like drinking a cup of hot coffee.

তার পাখির মত উড়তে ইচ্ছে করছে।

She feels like flying like a bird.

আমার রাঙামাটি যেতে ইচ্ছে করছে।

I feel like visiting Rangamati.

আমার পিৎজা খেতে ইচ্ছে করছে।

I feel like eating pizza.

Spoken + Written: 88

Not as… as … এত যাই না, এত করি না, এত বলি না।

Examples:

আমি তোমার মত এত ধূমপান করি না।

I don’t smoke as much as you.

রহিম করিমের মত এত সৎ না।

Rahim is not as honest as Karim.

সে তার মত এত উদার না।

He is not as liberal as her.

আমি তোমার মত এত মোটা না।

I am not as fat as you.

Spoken + Written: 89

থামাও বা বন্ধ কর।

Structure: Stop + verb + ing

Examples:

বাজে বকা বন্ধ কর।

Stop talking nonsense.

সেখানে যাওয়া বন্ধ কর।

Stop going there.

চিৎকার করা বন্ধ কর।

Stop shouting.

প্রতারণা করা বন্ধ কর।

Stop cheating.

Spoken + Written: 90

করুণাবশত কারো জন্যে কিছু করলেঃ

Structure: Sub + any verb + objects + out of pity.

Examples:

সে করুণা করে আমাকে খাবার  দিয়েছিল।

He bought me food out of pity.

তারা করুণা করে ছেলেটাকে সাহায্য  করেছিল।

They helped the boy out of pity.

সে করুণা করে আমাকে ব্যাগ কিনে দিয়েছিল।

He bought me a bag out of pity.

Spoken + Written: 91

আমার আর তর সইছে না…

Structure: I can’t wait + to + verb1 + objects.

Examples:

আমার পরিবার কে দেখতে আমার আর তর সইছে না।

I can’t wait to see my family.

তাকে কল করতে আমার আর তর সইছে না।

I can’t wait to call her.

মুভিটা দেখতে আমার আর তর সইছে না।

I can’t wait to see the movie.

একটি ল্যাপটপ কিনতে আমার আর তর সইছে না।

I can’t wait to buy a laptop.

Spoken + Written: 92

হয় আমি না হয় সে, হয় এটা, না হয় ওটা।

Structure: Either + sub + or + sub + verb + objects.

Examples:

হয় আমি না হয় সে যাবে।

Either I or he will go.

হয় রহিম ডেকেছে না হয় করিম।

Either Rahim or Karim has called.

হয় তুমি না হয় সে মিথ্যা বলছে।

Either you or she is lying.

হয় তোমারা না হয় তারা অপেক্ষা করবে।

Either you or they will wait.

Spoken + Written : 93

মন কেড়েছে / মনে ধরেছে

Structure: Sub + hav got / has got + fancy for + objects.

Examples:

জায়গাটা আমার মন কেড়েছে।

I have got fancy for the place.

ল্যাপটপ টা আমার মনে ধরেছে।

I have got fancy for the laptop.

ছেলেটি তার মনে ধরেছে।

She has got fancy for the boy.

Spoken English App পেইজ টি আমার মনে ধরেছে।

I have got fancy for the “Spoken English App” page.

Spoken + Written: 94

A lot of / much, many  সাধারণত ইতিবাচক বাক্যে A lot of, নেতিবাচক বাক্যে much / many ব্যবহৃত হয়।

Example:

আমার অনেক বন্ধু আছে।

I have a lot of friends.

আমার প্রচুর টাকা নেই।

I don’t have much money.

গ্রামীণ ফোনের অনেক গ্রাহক আছে।

Grameenphone has a lot of customers.

রবির অনেক কাস্টমার নেই।

Robi doesn’t have so many customers.

Spoken + Written : 95

As far as যতদূর…

Examples:

আমার যতদূর মনে পড়ে, সে মধ্যরাত পর্যন্ত বাড়ি আসে নি।

As far as I can remember, he didn’t come home until midnight.

আমার যতদূর স্বরণে আসে, তখন গ্রামে কমসংখ্যক লোকজন ছিল।

As far as I recollect, there were few people in the village then.

আমার যতদূর মনে পড়ে তারা তখন প্রায়ই ঝগ্রা করত।

As far as I recall, they quarreled very often that time.

Spoken + Written: 96

Are you used to – তুমি কি অভ্যস্ত?

Structure: Are you used to + verb + ing + objects.

Examples:

তুমি অনেক রাত জেগে অভ্যস্ত?

Are you used to staying up late?

তুমি কি এখানকার খাবারে অভ্যস্ত?

Are you used to eating food here?

তুমি কি মটর বাইকে চড়ে অভ্যস্ত?

Are you used to riding motorbike?

তুমি কি বাড়িতে একা থেকে অভ্যস্ত?

Are you used to living alone at home?

Spoken Rule: 97

Wanna = Want to

Note: সংক্ষেপে ” Want to ” কে Wanna বলা হয়।

Going to = Gonna

Note: Croing to এর পরিবর্তে Cronna ব্যবহার করে কথা বলা যায়।

Have to / has to / have got to = Gotta

Examples:

আমি তোমার সাথে সেখানে যেতে চাই।

I wanna( want to) go there with you?

আমরা আগামী সপ্তাহে সিলেট যাচ্ছি।

We are gonna (going to) Sylhet next week.

আমাকে এখন যেতেই হবে।

I gotta (have to) go now.

Spoken Rule: 98

Want (Causative)

Note: কেউ অন্য কারো থেকে কোন কাজ প্রত্যাশা করলে want ব্যবহার করতে হয়।

Structure: Sub + want + object 1+to+v1 + object.

Examples:

আমি চাই তুমি সেখানে যাও।

I want you to go there.

আমার বাবা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ার হই।

My father wanted me to be an engineer.

তারা চায় আমি তাদের সাহায্য করি।

They want me to help them.

সে চায় আমি তাকে ভালবাসি।

She wants me to love her.

Spoken Rule: 99

Help (causative)

Note: কেউ কারো কোন কাজে সাহায্য করলে Help ব্যবহার করতে হয়।

Structure: Sub + help + Object 1 + v1 / to + verb.

Examples:

সে তার মাকে রান্নায় সাহায্য করে।

She helps her mother cook/ to cook.

আমি তোমার ঘর পরিস্কারের কাজে সাহায্য করব।

I will help you clean / to clean your room.

ছেলেটি তার বন্ধুকে চিঠি লিখায় সাহায্য করেছিল।

The boy helped his friend write a letter.

মেয়েটি অন্ধলোকটি কে রাস্তা পারাপারে সাগায্য করতেছে।

The girl is helping the blind man cross/ to cross the road.

Spoken Rule: 100

Six magic sentence patterns: (any tense)

Positive sentence.

Negative

Positive question.

Negative question.Wh-positive question.

Wh-negative question.

Examples:

I learn English. I don’t learn English.

Do I learn English? Don’t I learn English?

Why do I learn English? Why don’t I learn English?

How do you learn English? Where do you learn English?

When do you learn English?

Share On Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *